আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় লোকজন। তাৎক্ষণিক এ ঘটনায় ১জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ।
পার্কের ফিফথ অ্যাভিনিউ এবং ইস্ট ৬২ স্ট্রিটের মধ্যবর্তী স্থানীয় সময় আজ সকাল ১১টার দিকে বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক মাধ্যমগুলো। ছুটির দিন হওয়ায় পার্কে লোকজনের বেশ সমাগম ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত ব্যক্তি তার বন্ধুর সঙ্গে ওই পার্কের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বস্তুর হঠাৎ বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন ওই ব্যক্তি ।
বিস্ফোরণের পর পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণে বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি ।