আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর ব্যাপক গোলা বর্ষণে ৪৩ জন নিহত হয়েছে। এই ৪৩ জন নিহতদের মধ্যে শিশু ও চিকিৎসা কর্মীও রয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ বলেছেন, দামেস্ক থেকে ৬০ কিলোমিটার (৩৫মাইল) উত্তরপূর্বে অবস্থিত জাইরুদে গতকাল শনিবার কয়েক ঘণ্টা ধরে বিমান হামলা ও গোলা বর্ষণ চালানো হয়। পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মী ছাড়াও নারী ও শিশু রয়েছে।
দুই বছরের মধ্যে এই প্রথমবারের মতো জায়রুদে বোমা হামলা চালানো হল। সিরিয়ার সশস্ত্র বাহিনী ইসলামিক জঙ্গিরা সরকারি দলের একজন পাইলটকে হত্যা বিষয়টি প্রকাশ করার পর এই গোলা ও বিমান হামলা শুরু হয়।
গত শুক্রবার জরুরি অবস্থায় বিমান থেকে প্যারাসুট দিয়ে নেমে যাওয়ার পর জঙ্গিরা তাকে হত্যা করে। এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ওই পাইলটকে হত্যাকারীদের ‘শান্তি প্রদান করা হবে’ বলে অঙ্গীকার করে।