আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৪জন আহত হয়েছে। যাত্রীবাহী একটি জীপ খাদে পড়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। আজ পুলিশের ১জন উধ্বতন কর্মকর্তা এ খবর জানান ।
সূত্রে জানা গেছে, উত্তরাখণ্ড রাজ্যে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। বন্যা ও ভূমিধসে ৩০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা জানান, গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে রাজ্যের এক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত একটি সড়কে এ দুর্ঘটনায় জীপটির অধিকাংশ যাত্রীই মারা যায়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদর কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।