নিউজ ডেস্কঃ ঢাকাসহ সারাদেশে কর্মরত জাপানি নাগরিকদের নিজ নিজ আবাসস্থল ও কর্মস্থলের বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত শুক্রবার রাতে গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ 'হলি আর্টিজান বেকারিতে' অস্ত্রধারীদের হামলায় ৭ জাপানি নিহত হওয়ার পর এ নির্দেশনা জারি করা হলো ।
এদিকে, আজ টোকিওতে এক সম্মেলনে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমো কিসিদা। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও দেশটির একাধিক মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে ।