News71.com
 International
 03 Jul 16, 04:58 PM
 484           
 0
 03 Jul 16, 04:58 PM

২বার ভূমিকম্পে মৃদু কেঁপে উঠলো মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা ।।

২বার ভূমিকম্পে মৃদু কেঁপে উঠলো মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাথমিক মানের পরপর ২বার ভূমিকম্পে মৃদু কেঁপে উঠলো মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । স্থানীয় সময় আজ মধ্যরাতে পৃথক সময়ে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, প্রথমে স্থানীয় সময় রাত ১ টা ৫৮ মিনিটে দেশটির ফরচুনা এলাকায় ভূমিকম্প আঘা হানে। এ কম্পনের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৩ ।

রাজধানী শহর সানজোস থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ৩০ কিলোমিটার দূরে। আর ফরচুনা থেকে ছিলো ৪ কিলোমিটার দূরে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।

এর কিছুক্ষণ পর দ্বিতীয় ভূমিকম্প হয় কোস্টারিকার তিলারান অঞ্চলে। ভূপৃষ্ট থেকে এ কম্পকের উৎপত্তিস্থল ছিলো ১২ কিলোমিটার দূরে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন