আন্তর্জাতিক ডেস্ক: গুলশান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ গতকাল শনিবার বলেছেন, ‘এমন জঘন্যতম অপকর্মের নিন্দা জানানোর ভাষা আমার নেই। এ নৃশংসতা আর বর্বরতার বলি যারা হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা এবং ভিকটিমদের স্বজনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি।’
তিনি বলেন, ‘প্রতিদিনই বিশ্বের কোন না কোন স্থানে এমন বর্বরতা ঘটছে। এহেন অপকর্মে লিপ্তদের প্রতিহত করতে প্রয়োজন সম্মিলিত পদক্ষেপ। সন্ত্রাসের নিষ্ঠুর শিকারদের রক্তদান যে বৃথা না যায়, সে ব্যাপারে বিশ্ব বিবেককে সজাগ হয়ে সন্ত্রাসের মুলোৎপাটনে পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।’