News71.com
 International
 03 Jul 16, 10:53 AM
 487           
 0
 03 Jul 16, 10:53 AM

গুলশানে জঙ্গী হামলার ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ।।

গুলশানে জঙ্গী হামলার ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ।।

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। টুইটারের এক খুদে বার্তায় তিনি দুঃখ প্রকাশ করে জানান, সন্ত্রাসবাদ আরও একবার মানুষের হৃদয়ে ভয়ের আঘাত হানলো।

তিনি বলেন, পৃথিবীর সবাইকে একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হতে হবে। মুসলিম হিসেবে আমরা সবাই সন্ত্রাসবাদের সাথে যুক্ত মানুষদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি।

সন্ত্রাসবাদের কোন ধর্ম-জাতি নেই উল্লেখ করে মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা কখনই মুসলিম নয় এবং মুসলিম বিশ্বে তাদের কোন স্থান নেই। এছাড়া তিনি তার বার্তায় বাংলাদেশী মানুষের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন