News71.com
 International
 02 Jul 16, 01:43 PM
 551           
 0
 02 Jul 16, 01:43 PM

নাইজেরিয়ায় সিয়েরা লিওনের কূটনীতিক সাবেক সেনা প্রধান অপহৃত

নাইজেরিয়ায় সিয়েরা লিওনের কূটনীতিক সাবেক সেনা প্রধান অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় সিয়েরা লিওনের সেনাবাহিনীর সাবেক প্রধান মেজর জেনারেল নেলসন উইলিয়ামসকে অপহরণ করা হয়েছে।নাইজেরিয়ায় নিযুক্ত সিয়েরা লিওনের উপরাষ্ট্রদূত মেজর জেনারেল উইলিয়ামসকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশ থেকে অপহরণ করা হয়। সেখানে তিনি একটি সেনাঘাঁটির অনুষ্ঠান উপলক্ষ্যে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তিনি যদি গাড়িবহরে থেকে থাকেন তবে তাকে ঠিক কোথায় অপহরণ করা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। দেশটির কোনো কোনো অংশে অপহরণ করে মুক্তিপণ আদায় বেশ সাধারণ একটি বিষয়ে পরিণত হয়েছে।

একজন জ্যেষ্ঠ কূটনীতিকের অপহরণের এই ঘটনায় নাইজেরিয়ার সরকারের জন্য একটি বড় ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই অপহরণের ঘটনায় মুক্তিপণ চাওয়া হবে বলেই ধারনা করা হচ্ছে। কিন্তু কারা এই অপহরণের ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

সিয়েরা লিওনের তথ্যমন্ত্রী বলেছেন, নাইজেরিয়ার কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে, মেজর জেনারেল উইলয়ামসকে উদ্ধারে করণীয় সবকিছুই তারা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন