আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল বর্ষণে ভারতের উত্তরাখণ্ডে গতকাল থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২৫জন । মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পানির স্রোতে গুঁড়িয়ে গিয়েছে বহু বাড়ি। ধ্বংসস্তূপে আটকে বহু বাসিন্দা। গতকাল সকালে মাত্র ২ ঘণ্টায় উত্তরাখণ্ডের সিঙ্গালিলা অঞ্চলে মোট ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদী ও ঝর্নাগুলোর পানির স্তর হঠাৎ বেড়ে গিয়ে বিপদসীমার ওপরে বইতে শুরু করে ।
এর জেরে ৫০ বর্গকিমি এলাকায় আচমকা প্লাবনে ভেসে গিয়েছে অন্তত ৭টি গ্রাম। পানির তোড়ে ভেসে গিয়েছে বেশ কিছু বাড়ি। ধ্বংসস্তূপে আটকে পড়েছেন বহু মানুষ। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা ও আধাসামরিক বাহিনী ।
পিথোরাগড়ের জেলাশাসক এইচ সি সেমওয়াল জানান, সিঙ্গালিলা অঞ্চল থেকে এই পর্যন্ত ৫টি মরদেহ এবং থল গ্রাম থেকে ৩টি মরদেহ উদ্ধার হয়েছে। সেনা ও আধাসামরিক বাহিনীর সৈন্যরা উদ্ধারকাজে নেমেছেন। নিখোঁজ বাসিন্দাদের জন্য তল্লাশি চলেছে ।
পরিস্থিতি সরেজমিনে দেখতে ঘটনাস্থলে গেছেন জেলা দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তা আর এস রানা। তিনি জানিয়েছেন, সিঙ্গালিলা অঞ্চলের ডিডিহাট মহকুমার ৭টিরও বেশি গ্রাম থেকে ২৫ জন নিখোঁজ। তাদের তল্লাশিতে আটিবিপি, এসএসবি এবং পিথোরাগড় জেলা পুলিশের সাহায্য নেয়া হয়েছে ।
দুর্যোগ মোকাবিলা দপ্তর সূত্রে জানা গিয়েছে, হঠাৎ প্রবল বৃষ্টিতে তৈরি হওয়া প্লাবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিংঘলি, পাত্তাকোট, ওগলা ও থল গ্রাম। গ্রামের বহু বাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে বাসিন্দারা আটকে পড়েছেন। তাদের খুঁজে বের করে উদ্ধারের চেষ্টা চলেছে ।