আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে মার্কিন জোটের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) দুই শীর্ষ নেতা নিহত হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওই নেতা আইএসের যুদ্ধবিষয়ক উপমন্ত্রী ছিলেন। তারা ২০১৪ সালে মসুল শহর দখলে নিয়েছিলেন। উর্ধ্বতন মার্কিন সেনা কমান্ডারের মুখপাত্র পিটার কুক এ তথ্য জানান। মার্কিন জোট আইএসকে হটাতে ইরাকি বাহিনীকে সহায়তা করছে। ইরাকি বাহিনী খুব শিগগিরই মসুল পুনর্দখলের পথে রয়েছে বলে খবরে বলা হয়েছে।
কুক এক বিবৃতিতে জানান, নিহত শীর্ষ কমান্ডার বাসিম মুহাম্মদ আহমাদ সুলতান আল বাজারি আল কায়েদার সাবেক সদস্য ছিলেন। তিনি আইএসের হাত বোমা তৈরি, আত্মঘাতীসহ বিভিন্ন ধরনের হামলার নেতৃত্ব দিতেন। এদিকে, হাতিম তালিব আল হামদুনি মসুলের একজন সেনা কমান্ডার ছিলেন।