News71.com
 International
 02 Jul 16, 02:29 AM
 515           
 0
 02 Jul 16, 02:29 AM

সিরিয়ায় বোমা বর্ষণ বন্ধে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাব

সিরিয়ায় বোমা বর্ষণ বন্ধে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাব

 

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার কিছু সশস্ত্র গ্রুপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘গভীরতর’ সামরিক সহযোগিতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বিদ্রোহীদের ওপর রাশিয়ার বোমাবর্ষণ বন্ধের বিনিময়ে চুক্তির এই প্রস্তাবটি দেওয়া হয়।

ওবামা প্রশাসনের একজন সদস্য গত বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টকে বলেছেন, কয়েক সপ্তাহের আলোচনার পর যুক্তরাষ্ট্র রাশিয়াকে চুক্তির মূল বিষয়বস্তু পাঠিয়েছে। কথিত চুক্তিটিতে শর্ত দেওয়া হয়েছে যে, আল কায়েদার সিরীয় শাখা আল নুসরা ফ্রন্টকে লক্ষ্যবস্তু করতে ও হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে রাশিয়াকে সহায়তা করবে।

অপরদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর ওপর বোমাবর্ষণ বন্ধ করতে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে চাপ দিবেন। এখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে চুক্তির বিষয়টি এমন এক সময় আসলো, যখন রুশ বিমান হামলায় হতাহত বৃদ্ধি অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন