News71.com
 International
 01 Jul 16, 08:04 PM
 526           
 0
 01 Jul 16, 08:04 PM

লন্ডনের বাস ও ট্রেন থেকে সরিয়ে নেয়া হচ্ছে বিকিনি মডেলদের ছবি

লন্ডনের বাস ও ট্রেন থেকে সরিয়ে নেয়া হচ্ছে বিকিনি মডেলদের ছবি

 

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের বাসে-ট্রেনে আকর্ষণীয় ফিগারের বিকিনি পরা মডেলদের ছবি আর দেখা যাবে না। সুঠাম শরীরের পেশীবহুল পুরুষ মডেলদের ছবিও সরিয়ে নেয়া হচ্ছে এবার। সাম্প্রতিক লন্ডনের মেয়র সাদিক খান শহরের পরিবহন নেটওয়ার্কে এই ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছেন।

এ ধরণের বিজ্ঞাপনের মডেলদের যেরকম শরীর দেখানো হয় তাকে বাস্তবতা বর্জিত বলে মনে করেন অনেকে। তাই এ নিয়ে সমালোচনা বাড়ছিল অনেক।

তার মধ্যে, মেয়েরা যেভাবে মডেলদের মতো ফিগার তৈরির জন্য কঠোর ডায়েটিং করে, তা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মনে করেন অনেকে ব্যক্তি।

লন্ডন মেয়র তার নির্বাচনী প্রচারণার সময় অঙ্গীকার করেছিলেন তিনি লন্ডনের বাসে-ট্রেনে এ ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করবেন। সেই নিষেধাজ্ঞা এবার আজ শুক্রবার থেকে কার্যকর হচ্ছে।

বিশেষজ্ঞরা অনেক দিন থেকেই বলছেন যে, বিজ্ঞাপনে নারীর যে হালকা-পাতলা শরীরকে ‘আদর্শ’ হিসেবে তুলে ধরা হয়, তা মেয়েদের জন্য অনেক ক্ষতিকর বিষয়।তাছাড়া এই বিষয়টি দেখতে ও অনেক খারাপ দেখায়

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন