আন্তর্জাতিক ডেস্ক: চীনের কম্যুনিস্ট পার্টির ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেইজিং-এর গ্রেট হলে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন, কম্যুনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি এসে দাঁড়িয়েছে এখন দুর্নীতি। চীনের নিরাপত্তা এবং তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে জনগণকে সতর্ক থাকার কথা বলেন প্রেসিডেন্ট।
জিনপিং ক্ষমতায় বসার পর দুর্নীতির বিরুদ্ধে জোর প্রচারণা চালিয়ে আসছেন। দক্ষিণ চীন সাগরে কর্তৃত্ব প্রতিষ্ঠায়ও জোর দেন শি জিনপিং। গ্রেট হলে দীর্ঘ বক্তৃতায় জিনপিং আরও বলেন, ইতিহাস কম্যুনিস্ট পার্টিকে চীনের ক্ষমতায় বসিয়েছে আমরা যদি দলকে ঠিকভাবে চালাতে না পারি, জনগণের কথা না শুনি তবে ইতিহাস আমাদের মুছে ফেলবে। ক্ষমতাসীন দল হিসেবে চীনের সবচেয়ে বড় হুমকি দুর্নীতি। সকল দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।
সম্প্রতি চীনে দুর্নীতির দায়ে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। আন্তর্জাতিক আদালতে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের বিরুদ্ধে মামলা করেছে ফিলিপাইন। জিনপিং বলেন, চীন এই মামলার শুনানিতে অংশ নেবে না এবং আদালতের কোন রুল গ্রহণ করবে না। এছাড়া তিনি আরও বলেন, আমরা আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের ব্যাপারে কোন আপোষ করব না।
দক্ষিণ চীন সাগরে দাবি আছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ানের। গত জানুয়ারির নির্বাচনে তাইওয়ানে স্বাধীনতাপন্থি ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির প্রার্থীর বিজয় চীনের মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।