News71.com
 International
 01 Jul 16, 02:45 PM
 555           
 0
 01 Jul 16, 02:45 PM

৩০ বছর পর নিজস্ব প্রযুক্তির এইচএএল তেজস' নামে ২টি সুপারসনিক যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত ।।

৩০ বছর পর নিজস্ব প্রযুক্তির এইচএএল তেজস' নামে ২টি সুপারসনিক যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ৩ দশকের অপেক্ষার পর আজ 'এইচএএল তেজস' নামে ২টি সুপারসনিক যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয়েছে। 'ফ্লাইং ডেগারস' নামে ভারতের প্রথম তেজস স্কোয়াড্রন'র অংশ হিসেবে বেঙ্গালুরুর একটি বিমানঘাঁটিতে বহুমুখী কাজ করতে সক্ষম একক ইঞ্চিনের এ বিমান ২টি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো ।

বিমান ২টিকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ও হালকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমানের জন্য ভারতের ৩৩ বছরের অপেক্ষার অবসান হলো। যদিও বিমানটির জিই ইঞ্চিনসহ আরো বেশ কিছু উপাদান আমদানিকৃত ।

ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হওয়া তেজস বিমানদুটি এসপি-১ ও এসপি-২ ভার্সনের। ২০১৮-২০২০ সাল নাগাদ তেজস স্কোয়াড্রন পূর্ণ শক্তিতে সজ্জিত হওয়ার কথা রয়েছে। চলতি অর্থবছরের শেষ নাগাদ আরো ৬টি তেজস যুদ্ধবিমান এতে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। তেজস যুদ্ধবিমান 'লাইট কমব্যাট এয়ারক্রাফট 'এলসিএ' নামেও পরিচিত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন