News71.com
 International
 01 Jul 16, 02:35 PM
 510           
 0
 01 Jul 16, 02:35 PM

প্রায় ৮ মাস পর তুরস্ক ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া।।

প্রায় ৮ মাস পর তুরস্ক ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে প্যাকেজ ট্যুর ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার পুতিন টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানকে জানিয়েছেন , তিনি তুরস্কে রুশদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছেন।

গত নভেম্বরে একটি রুশ যুদ্ধবিমানকে কয়েকটি তুর্কি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় ক্ষুব্ধ হন পুতিন। এ ঘটনায় তুরস্ক ক্ষমা না চাওয়ায় ক্ষুব্ধ হয়েছিল মস্কো। প্রতিক্রিয়ায় তুরস্কের উপর বাণিজ্যিক ও দেশটিতে প্যাকেজ ট্যুরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া।

তবে চলতি সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ক্ষমা প্রার্থনা করে পাঠানো একটি চিঠি ক্রেমলিন গ্রহণ করে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ায় একটি ডিক্রির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। তাতে প্রেসিডেন্ট তুরস্কের সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা শুরুরও নির্দেশ দিয়েছেন।

এছাড়াও পুতিন তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে গত মঙ্গলবার বন্দুক ও বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। ওই হামলায় ৪২ জন নিহত হন। পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে এরদোয়ান গেল নভেম্বরের রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলটের পরিবারের প্রতি ‘সমবেদনা’ জানান।

রুশদের অনেকের কাছে তুরস্ক একটি জনপ্রিয় পর্যটন স্থান। রাশিয়ার নিষেধাজ্ঞার ফলে তুরস্কের পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির শিকার হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন