News71.com
 International
 30 Jun 16, 05:24 PM
 560           
 0
 30 Jun 16, 05:24 PM

কাশ্মীরে পামপোর হামলায় মৃত শহিদকেও জাত নিয়ে প্রশ্ন!!

কাশ্মীরে পামপোর হামলায় মৃত শহিদকেও জাত নিয়ে প্রশ্ন!!

আন্তর্জাতিক ডেস্ক: যে দেশকে রক্ষা করতে জঙ্গিদের বুলেটের সামনে দাঁড়াতে দ্বিধা করেননি তিনি, মৃত্যুর পর তাঁকে দাহ করার জমি দিতে আপত্তি করল সেই দেশের কিছু মানুষ। পামপোরে লস্কর জঙ্গিদের হামলায় মৃত সিআরপিএফএর হেড কনস্টেবল বীর সিংহের সঙ্গে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ফিরোজাবাদের শিকোহাবাদ এলাকায় নাগলা কেওয়াল গ্রামে বীর সিংহের বাড়ি। তাঁর পরিবারের লোকজন ঠিক করেন, শহিদের দেহকে কাছের সরকারি জমিতে দাহ করবেন তাঁরা, তারপর সেখানে তাঁর একটি মূর্তি তৈরি হবে।

কিন্তু অভিযোগ, জাতপাতের প্রশ্ন তুলে গ্রামের জনাকয়েক বাসিন্দা সে ব্যাপারে আপত্তি তোলেন। পরে অবশ্য সরকারি হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়।

গ্রামের মানুষ বীর সিংহকে দাহ করার জন্য ১০ মিটার বাই ১০ মিটার জমি দিতে আর দ্বিধা করেননি। ঠিক হয়েছে, তাঁর সম্মানে গ্রামের মুখে একটি বড় প্রবেশপথ তৈরি হবে।১৯৮১-তে সিআরপি-তে যোগ দেন ৫২ বছরের এই সেনানী। পরিবারে তিনিই একমাত্র উপার্জনকারী ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন