News71.com
 International
 30 Jun 16, 05:08 PM
 482           
 0
 30 Jun 16, 05:08 PM

নতুন শীর্ষ পদ পেলেন কিম জং উন  

নতুন শীর্ষ পদ পেলেন কিম জং উন   

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরীয় নেতা কিম জং-উন নতুন শীর্ষ পদ পেলেন। তিনি এবার স্টেট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ন্যাশনাল ডিফেন্স কমিশনের স্থলে স্টেট অ্যাফেয়ার্স কমিশন নামক নতুন সংস্থাটি তৈরি করা হয়েছে। যার ফলে ৩৩ বছর বয়সী এই নেতা রাষ্ট্রের যেকোন নীতি এককভাবে নিয়ন্ত্রণের ক্ষমতা পেলেন।

দেশটির সরকারি বার্তা সংস্থা বলেন, গতকাল বুধবার আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (এসপিএ) বুধবার স্টেট অ্যাফেয়ার্স কমিশনের প্রধান হিসেবে কিমের পক্ষে সর্বসম্মত ভোট দেয়।

সরকার ও সর্বোচ্চ নীতিমালা প্রণয়ন সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডিফেন্স কমিশনের জায়গায় এখন থেকে স্টেট অ্যাফেয়ার্স কমিশন কাজ করবে।

এই পদের জন্য কিমকে মনোনয়ন করা এসপিএ প্রেসিডেন্ট কিম ইয়ং নাম বলেন, শীর্ষ এই পদে কিম জং উনের অবস্থান দেশের সকল কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের দৃঢ় বিশ্বাস ও ইচ্ছেরই প্রতিফলন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন