News71.com
 International
 28 Jun 16, 07:43 PM
 436           
 0
 28 Jun 16, 07:43 PM

মালয়েশিয়ায় গ্রেনেড হামলায় ৮ জন আহত ।।

মালয়েশিয়ায় গ্রেনেড হামলায় ৮ জন আহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার মধ্যাঞ্চলীয় সেলানগড় রাজ্যের একটি রেস্তোরাঁয় হ্যান্ড গ্রেনেড হামলায় ৮জন আহত হয়েছে। হামলার জন্যে সন্ত্রাসিমূলক কর্মকান্ডের চেয়েও ব্যবসা সংক্রান্ত বিরোধের কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ পুলিশ একথা জানায় ।

রাজ্যের উপ-পুলিশ প্রধান আব্দুল রহিম জাফর জানান, ব্যস্ত পুচং এলাকার মোভিদা রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়। তিনি জানান, আজ সকালে সেখানে হ্যান্ড গ্রেনেড হামলায় ৮জন আহত হয়। এদের মধ্যে ১জনের অবস্থা গুরুতর।

আব্দুল রহিম জানান, প্রাথমিক তদন্তে জানা যায় হামলাকারি ওই রেস্তোরাঁয় এক বিশেষ যুগলকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে ।

উল্লেখ্য, ২০১৪ সালে একই ধরণের এক হামলায় মালয়েশিয়ার এক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছিল। আহতদের মধ্যে সিঙ্গাপুর, থাই ও চীনের পর্যটক ছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন