News71.com
 International
 27 Jun 16, 04:33 PM
 476           
 0
 27 Jun 16, 04:33 PM

দেশে সন্ত্রাস বন্ধের দাবিতে জাতিসংঘ কার্যালয়ের সামনে প্রবাসীদের বিক্ষোভ

দেশে সন্ত্রাস বন্ধের দাবিতে জাতিসংঘ কার্যালয়ের সামনে প্রবাসীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অব্যাহত নির্যাতন, খুন ও সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

স্থানীয় সময় রবিবার দুপুরে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা অবিলম্বে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুপ্তহত্যা বন্ধের দাবি জানান।

সমাবেশে বিক্ষোভকারীরা 'স্টপ টেররিজম ইন বাংলাদেশ', 'সেইভ মাইনরিটি', 'সেইভ ফ্রি-থিঙ্কার্স', 'সেইভ বাংলাদেশ', 'স্টপ টার্গেট কিলিংস' ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলেন জাতিসংঘের প্রাঙ্গণ।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন 'মুক্তমনা লেখক, ব্লগার, শিক্ষক, বুদ্ধিজীবী, বিদেশি নাগরিক, পীর, ইমাম ফকির, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, খ্রিস্টান ধর্মাবলম্বীদের হত্যার প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত নির্যাতন, খুন ও সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানাতে সমাবেশে অংশ নেন নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ মাইনরিটি রাইটস মুভমেন্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্প্রীতি মঞ্চ ও উদীচী শিল্পী গোষ্ঠী।

সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কবি বেলাল বেগ, শিতাংশু গুহ, সুব্রত বিশ্বাস, মিথুন আহমেদ, শুভ রায়, মুজাহিদ আনসারী, মিনহাজ শাম্মু, গোপাল স্যানাল, স্বীকৃতি বড়ুয়া, জীবন বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, দেশে চলমান বর্বর হত্যাকাণ্ড এখনই বন্ধ করা না গেলে দেশ খুব তাড়াতাড়ি সংখ্যালঘু শূন্য হয়ে পড়বে বলে যে আশঙ্কা তৈরি হচ্ছে-তা দেশের জন্য শুভ ফল বয়ে আনবে না।

তাঁরা বলেন, দেশব্যাপী খুনের ঘটনায় তাঁরা ভীত। আশ্রমে থেকেও রক্ষা মিলছে না। নিরীহ, অসহায় মানুষদের কুপিয়ে হত্যা করা হচ্ছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপসানলয়ে গিয়ে প্রার্থনা, পূজা অর্চনা করতে ভয় পাচ্ছে। তাঁরা অবিলম্বে গুপ্তহত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন