News71.com
 International
 27 Jun 16, 10:53 AM
 545           
 0
 27 Jun 16, 10:53 AM

কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মন্তব্য নিয়ে বিতর্ক

কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মন্তব্য নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক:প্যাম্পোর জঙ্গি হামলায় ৮ সিআরপি জওয়ানের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মন্তব্যে ফের উত্তপ্ত কাশ্মীর। মৃত জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সন্ত্রাসবাদী হামলা ঘটিয়ে পাওয়ার কিছু নেই। এতে কাশ্মীরেরই ক্ষতি হচ্ছে।

যে ইসলামের নামে এসব করা হচ্ছে, জঙ্গি হামলার ফলে আঘাত করা হচ্ছে তার ওপরেই। রমজান মাস চলাকালীন কী করে ইসলামের নামে এভাবে হামলা চালানো সম্ভব, তা নিয়েও বিস্ময়প্রকাশ করেন তিনি।

তাঁর কথায়, সেনা জওয়ানই হোন বা সাধারণ মানুষ- কারও পরিবারকে এভাবে বিধ্বস্ত করে দেওয়ার কথা কীভাবে ভাবা সম্ভব। কারণ যাই হোক, হিংসা কখনও সমর্থনযোগ্য নয়।

কিন্তু মেহবুবার আপাত সাধারণ এই মন্তব্যেই বিতর্ক খুঁচিয়ে তোলার যথেষ্ট রসদ পেয়েছে প্রধান বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স। মুখ্যমন্ত্রীর মন্তব্য গ্রহণযোগ্য নয় দাবি করে তাদের প্রশ্ন, ইসলামী সন্ত্রাসের প্রশ্ন কীভাবে তুললেন মেহবুবা মুফতি।

সিআরপি জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলার নিন্দাযোগ্য ঠিকই কিন্তু, জঙ্গি হামলার সঙ্গে ইসলামকে জড়িয়ে ফেলা হল কেন। রাজ্যে বিজেপি- পিডিপি জোটের প্রতি ইঙ্গিত করে তাদের প্রশ্ন, কোন বাধ্যবাধকতার জেরে এমন মন্তব্য করলেন মেহবুবা।

তাদের দাবি, এর আগেও জম্মুতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মুসলমানদের ছোট করে, হীন প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। দাবি করেছেন, মুসলিম সমাজ অব্যবস্থিত, অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক। মুখ খোলার আগে তাঁর অগ্রপশ্চাৎ ভাবা উচিত বলেও মন্তব্য করেছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন