News71.com
 International
 27 Jun 16, 10:00 AM
 480           
 0
 27 Jun 16, 10:00 AM

পুনরায় গণভোট চেয়ে পিটিশনে সই ২৭ লক্ষেরও বেশি ব্রিটেনবাসীর

পুনরায় গণভোট চেয়ে পিটিশনে সই ২৭ লক্ষেরও বেশি ব্রিটেনবাসীর

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে গণভোটে। কিন্তু ফের গণভোট চেয়ে পিটিশনে সই করেছেন ২৭ লক্ষেরও বেশি ব্রিটেনবাসী। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের ওয়েবসাইটে এই পিটিশন দাখিল করা হয়। সই করেন মোট ২৭ লক্ষ ৫৭ হাজার ৯৭ জন। এরপরেই এত চাপ নিতে না পেরে ওয়েবসাইটটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে সেটি বন্ধ হয়ে যায়।

এই পিটিশন নিয়ে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হবে বলে জানা গিয়েছে। পার্লামেন্টের সদস্যরা যদি একমত হন, তাহলে ফের গণভোট হতে পারে।

উইলিয়াম অলিভার হেডলি নামে এক ব্যক্তি ওই পিটিশনটি লিখেছেন। তাঁর বক্তব্য, যদি মোট ভোটারের ৭৫ শতাংশ ভোট দিয়ে থাকেন এবং ৬০ শতাংশের কম মানুষ ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেন, তাহলে দ্বিতীয়বার গণভোট নেওয়া উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন