News71.com
 International
 27 Jun 16, 09:59 AM
 484           
 0
 27 Jun 16, 09:59 AM

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন।। পাইলটের দক্ষতায় সকলের প্রান রক্ষা.....

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন।। পাইলটের দক্ষতায় সকলের প্রান রক্ষা.....

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্স 'সিঙ্গাপুর এয়ারলাইন্সের' (এসআইএ) একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পাইলটের দক্ষতায় প্রাণে বেঁচে গেছেন এর সকল যাত্রী ও বিমান সেবিরা । স্টার এ্যালায়েনস খ্যাত সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটে দূর্ঘটনার সময় সর্বমোট ২৪১ আরোহী ছিলেন বলে জানাগেছে ।

দূর্ঘটনার পর এক বিবৃতিতে সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছেন ইঞ্জিন থেকে তেল সংক্রান্ত সর্তক বার্তা পাওয়ার পর ইতালির মিলান অভিমুখী এয়ারলাইন্সটির বোয়িং ৭৭৭-৩০০এআর নিয়ে ফিরতি পথ ধরেন এর পাইলট। কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর এর ডান দিনের ইঞ্জিনে আগুন ধরে যায়।

তবে কোনো ধরনের সমস্যা ছাড়াই উদ্ধার কর্মিদের তড়িৎ তৎপরতায় ফ্লাইটের ২২২ যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এরপর অন্য একটি ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন