News71.com
 International
 27 Jun 16, 12:15 AM
 455           
 0
 27 Jun 16, 12:15 AM

আইএসের শক্তঘাটি ফালুজা এখন সম্পূর্ণ মুক্ত ।। ইরাক সরকারের ঘোষণা

আইএসের শক্তঘাটি ফালুজা এখন সম্পূর্ণ মুক্ত ।। ইরাক সরকারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত ফালুজা শহরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে পুরোপুরি মুক্ত ঘোষণা করা হয়েছে। ফালুজা শহর মুক্তি অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াহাব আস-সাদি ঘোষণা দিয়েছেন যে, শহরের সর্বশেষ যে এলাকা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল তাও মুক্ত করা হয়েছে ।

তিনি বলেছেন, আমরা মধ্য গোলান এলাকা থেকে ঘোষণা করছি যে, সন্ত্রাসবাদ-বিরোধী বাহিনী এ এলাকা মুক্ত করেছে এবং ইরাকি জনগণের জন্য সুখবর দিচ্ছি যে, ফালুজা লড়াই শেষ। তিনি জানান, ফালুজা অভিযানে ১,৮০০ সন্ত্রাসী নিহত হয়েছে ।

রাজধানী বাগদাদ থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমে ফালুজা শহরের অবস্থান। এ শহরটি ২০১৪ সালে প্রথম দায়েশ সন্ত্রাসীদের হাতে পড়ে। গত ২৩শে মে থেকে ফালুজা শহর মুক্ত করার জন্য ইরাকের সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী অভিযান শুরু করে। কয়েক সপ্তাহের লড়াইয়ের পর সরকারি বাহিনী বড় ধরনের প্রতিরোধ ছাড়াই ১৭ই জুন ফালুজা শহরে ঢুকে পড়ে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন