আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত ফালুজা শহরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে পুরোপুরি মুক্ত ঘোষণা করা হয়েছে। ফালুজা শহর মুক্তি অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াহাব আস-সাদি ঘোষণা দিয়েছেন যে, শহরের সর্বশেষ যে এলাকা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল তাও মুক্ত করা হয়েছে ।
তিনি বলেছেন, আমরা মধ্য গোলান এলাকা থেকে ঘোষণা করছি যে, সন্ত্রাসবাদ-বিরোধী বাহিনী এ এলাকা মুক্ত করেছে এবং ইরাকি জনগণের জন্য সুখবর দিচ্ছি যে, ফালুজা লড়াই শেষ। তিনি জানান, ফালুজা অভিযানে ১,৮০০ সন্ত্রাসী নিহত হয়েছে ।
রাজধানী বাগদাদ থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমে ফালুজা শহরের অবস্থান। এ শহরটি ২০১৪ সালে প্রথম দায়েশ সন্ত্রাসীদের হাতে পড়ে। গত ২৩শে মে থেকে ফালুজা শহর মুক্ত করার জন্য ইরাকের সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী অভিযান শুরু করে। কয়েক সপ্তাহের লড়াইয়ের পর সরকারি বাহিনী বড় ধরনের প্রতিরোধ ছাড়াই ১৭ই জুন ফালুজা শহরে ঢুকে পড়ে ।