নিউজ ডেস্ক: একুশ শতকের বিজ্ঞানের এক আশ্চর্য আবিস্কার চালকবিহীন ছোট বিমান বা ড্রোন। একদিন যা ছিল কল্পনা সেটাকেই এবার বাস্তবে পরিণত করলা যুক্তরাষ্ট্রের নেভাডা ভিত্তিক প্রতিষ্ঠান ফ্লারটি ইনকর্পোরেশন। প্রথমবারের মতো ‘শিপ টু শোর’ বা জাহাজ থেকে সৈকতে পণ্য পৌঁছে দিয়ে প্রযুক্তি ইতিহাসে নাম লেখালো সদ্য কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটি।
জাহাজ থেকে সৈকতে পণ্য পৌঁছানোর এই চ্যালেঞ্জে ফ্লারটির সঙ্গে ছিল গবেষণাভিত্তিক মার্কিন বিশ্ববিদ্যালয় জন হপকিন্সের চিকিৎসাশাস্ত্র বিশেষজ্ঞরা। তবে আমাজন প্রাইমের মতো পিজ্জা পৌঁছে দেয়ার বদলে প্রতিষ্ঠানটির ড্রোন পৌঁছে দিয়েছে জীবন রক্ষাকারী ওষুধ। তাও আবার জাহাজ থেকে সমুদ্রপাড়ে।
নিজেদের ড্রোনের সক্ষমতা দেখাতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে ফ্লারটি। জাহাজের পরীক্ষাগারে সাগর তীর থেকে ড্রোনে করে পাঠানো হয় রক্ত ও প্রসাবের নমুনা। ঠিকঠাক এসব নমুনা জাহাজে পৌঁছে দেয় ড্রোনটি।
জাহাজ থেকে ফেরার সময় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ইনসুলিন এবং ফার্স্টএইড সৈকতে পৌঁছে দিয়ে ইতিহাস গড়ে ফ্লারটি’র এই পণ্যবাহী ড্রোন। এই সফলতার মাধ্যমে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হলো। বিশেষ করে দুর্যোগ পরিস্থিতি এবং দুর্গম এলাকায় মানবিক সাহায্য পৌঁছে দেয়ার কাজ অনেক সহজ হবে বলেই আশা করা হচ্ছে।