News71.com
 International
 26 Jun 16, 08:27 PM
 493           
 0
 26 Jun 16, 08:27 PM

ফেসবুকে ভিডিও আপলোড করে দুই মার্কিন চোর জেলে

ফেসবুকে ভিডিও আপলোড করে দুই মার্কিন চোর জেলে

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকে নিজের ঢাক নিজে পেটানো নতুন ট্রেন্ড। বাড়িতে ভাল কিছু রান্না হোক বা প্রিয়জনের কাছ থেকে পাওয়া উপহার, ফেসবুকে ছবি বা ভিডিও শেয়ার করতে না-পারলে পেটের ভাত হজম হয় না অনেকের। এই রোগেই জেলে গেলেন মার্কিন ‌যুক্তরাষ্ট্রের দুই চোর।

ফ্লোরিডার পাইনক্রেস্টের দুটি বাড়ি থেকে ২৭ মে ৫ লক্ষ ডলারেরও বেশি মূল্যের জিনিস চুরি করেছিল গ্লেন কলিন্স ও তার সাগরেদরা। তার মধ্যে ছিল একটি নীরিহ স্ত্রু ড্রাইভারও। চুরির ‘গৌরবগাথা’ ফলাও করে প্রচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে গেলেন তারা।

নিজেদের সাফল্যের কথা ‘চোর ভাই’দের জানাতে ৭ মিনিটের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছিল তারা। সেই ভিডিও দেখেই তাকে সনাক্ত করে ফেলে পুলিশ।

স্ত্রু ড্রাইভারের সূত্র ধরে কলিন্স ও তার সহ‌যোগী মার্কস টেলরের কাছে পৌঁছে ‌যায় তারা। স্থানীয় পুলিশ আধিকারিকের কটাক্ষ, কলিন্স ‌যা করেছেন তা হল মূর্খামির ওপর মূর্খামি। তার পর ও গ্রেফতার না হয়ে থাকত না। আরেক চোরকে খুঁজছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন