News71.com
 International
 26 Jun 16, 12:37 PM
 539           
 0
 26 Jun 16, 12:37 PM

জম্মু-কাশ্মীরের জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী .....

জম্মু-কাশ্মীরের জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী .....

নয়াদিল্লি সমবাদদাতা : জম্মু-কাশ্মীরের পাম্পোরে জঙ্গি হামলায় শহিদ হওয়া আট জন সিআরপিএফ জওয়ানকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবার-পরিজনদের সমবেদনা জানিয়েছেন।

ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেছেন, শহিদ জওয়ানদের বীরত্বকে কুর্ণিশ করছি। তাঁরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের জীবনাবসানে আমি মর্মাহত। শহিদ পরিবারকে সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করছি।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জঙ্গি হামলার নিন্দা করে বলেছেন, উপত্যকায় স্থায়ী শান্তি ও উন্নয়নের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার লক্ষ্যেই হিংসা ছড়ানো হচ্ছে। এর ফলে সরকারের উদ্যোগ ধাক্কা খাচ্ছে এবং সাধারণ মানুষের দুর্দশা বাড়ছে।

গতকাল শনিবার পাম্পোরে লস্কর-ই-তৈবার দুই জঙ্গির হানায় আট জওয়ান শহিদ হন এবং ২৪ জন আহত হয়েছেন। জওয়ানরা দুই জঙ্গিকেই খতম করতে পেরেছেন। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকরও শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেল কে দুর্গা প্রসাদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর সঙ্গে দেখা করে এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছিল বলেই জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ রাইফেল এবং ১১টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন