আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ও উপ-আঞ্চলিক দেশগুলোর সাংবাদিকদের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে দেশগুলোর মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এক ফোরাম গঠন করা হয়েছে।
এই ফোরাম দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা প্রসারে একটি ভূমিকা পালন করবে। এই অঞ্চলের দেশগুলোসহ চীনের বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের লক্ষে চীনের ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এই ফোরাম সহাযোগিতা করবে।
গত সপ্তাহে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং-এ অনুষ্ঠিত এক সভায় নেপালের প্রেস কাউন্সিল পরিচালনা পর্ষদের পরিচালক ও জাতীয় সাপ্তাহিক ‘জন আস্থা’র সম্পাদক কিশোর শ্রেষ্ঠ’কে সমন্বয়কারী করে এই ফোরাম গঠন করা হয়।
সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। গত ১১ থেকে ১৮ জুন কুনমিং-এ অনুষ্ঠিত ৪র্থ চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’র সংবাদ সরবরাহ করতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ চীন সফর করেন।
সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক আশেকুন নবী চৌধুরীকে বাংলাদেশের ফোকাল পারসন করা হয়েছে । অন্যান্য দেশের ফোকাল পারসন নির্বাচিত সাংবাদিক ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন, শ্রীলংকার সনথ রামচন্দ্রন (তামিল সংবাদপত্র সুদার অলি) ও পাকিস্তানের খান মুহম্মদ শাহবাজ (ইসলামাবাদের দি নেশন)।