News71.com
 International
 25 Jun 16, 10:15 PM
 603           
 0
 25 Jun 16, 10:15 PM

কলকাতার শপিং মলের ট্রায়াল রুমে নগ্ন ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

কলকাতার শপিং মলের ট্রায়াল রুমে নগ্ন ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার একটি অভিযাত শপিং মলের ট্রায়াল রুমে ছিদ্র করে নগ্ন ভিডিও ধারণ করার ঘটনায় যখন ভারতজুড়ে তোলপাড় চলছে, সেই সময় পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলো অভিযুক্তকে। শনিবার কালিকাপুর থেকে পুলিশের জালে ধরা পড়ে সমীর অধিকারী নামে ওই যুবক।

প্রশ্ন ওঠেছিল, ট্রায়ালরুমে ছিদ্র থাকা সত্বেও তা কর্তৃপক্ষের নজর এড়িয়ে যায় কী করে? সুরক্ষার এই হাল কেন? কর্তৃপক্ষ কি একেবারেই দায়সারা? ঘটনায় আতঙ্কিত ও উদ্বিগ্ন ক্রেতারা।

গত বৃহস্পতিবার কলকাতার হাইল্যান্ড পার্ক নামক শপিং মলের ট্রায়াল রুমে পোশাক বদলানোর সময়, পাশের ট্রায়াল রুম থেকে ছিদ্রপথে এক তরুণীর ছবি তোলার চেষ্টা করে সমীর। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই তরুণী বিষয়টি বুঝতে পেরে, বাইরে এসে চিত্‍কার শুরু করেন। যদিও সেইসময় পালিয়ে যায় অভিযুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন