News71.com
 International
 25 Jun 16, 06:27 PM
 539           
 0
 25 Jun 16, 06:27 PM

ভারতের বিহারের পঞ্চায়েতে রহস্যজনকভাবে নির্বাচিত হয়েছেন একজন মৃত নারী!

ভারতের বিহারের পঞ্চায়েতে রহস্যজনকভাবে নির্বাচিত হয়েছেন একজন মৃত নারী!

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক বছর আগে খুনের শিকার হওয়া এক নারী ভারতের বিহার রাজ্যের সম্প্রতি অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন! 'রহস্যময়ী' এই নারীর নাম মিথলেশ দেবী। তিনি রাজ্যের সিতামারহি এলাকার তিকৌলি পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল শুক্রবার জানিয়েছেন।

অতি সম্প্রতি বিহার রাজ্যে ১০ পর্বে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিযোগ করা হয়, মিথলেশ দেবী নয় বছর আগে স্বামী সিকান্দার মুখিয়ার হাতে রাজ্যের সিতামারহি এলাকায় খুন হন। এ মামলার প্রধান আসামিও সিকান্দার।

অপরদিকে, নির্বাচনী কাগজপত্রের তথ্যানুসারে মিথলেশ দেবী তিকৌলি পঞ্চায়েত থেকে নির্বাচিত হওয়ার আগে নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দেন এবং নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করেন। সিতামারহি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজীব রওশন মিথলেশ দেবীর নির্বাচিত হওয়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন