News71.com
 International
 25 Jun 16, 06:21 PM
 555           
 0
 25 Jun 16, 06:21 PM

নতুন জরিপে ট্রাম্পের চেয়ে ১৩ শতাংশ এগিয়ে হিলারি ক্লিনটন।।

নতুন জরিপে ট্রাম্পের চেয়ে ১৩ শতাংশ এগিয়ে হিলারি ক্লিনটন।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন এক জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে শতকরা ১৩.৩ শতাংশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। গতকাল শুক্রবার (২৪ জুন) রয়টার্স ও আইপিএসওএস প্রকাশিত যৌথ জরিপের ফলে এ তথ্য জানা যায়। রয়টার্সের এ জরিপ অনলাইনে চালানো হয়।

জরিপে ৫০টি অঙ্গরাজ্যের এক হাজার ২০১ জন মতামত দেন। জুন মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলা জরিপে ৪৬.৬ শতাংশ ভোটার হিলারিকে আর ৩৩.৩ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থনের কথা জানান।

২০.১ শতাংশ ভোটার এ দুজনের কাউকেই সমর্থন করেন না বলে মত দিয়েছেন। ১২ জুন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে নাইট ক্লাবে হামলার ঘটনার পর ট্রাম্পের সমর্থন হঠাৎ বেড়ে যায়। এতে হিলারির জনপ্রিয়তা প্রায় ৯ শতাংশ হ্রাস পায়। ট্রাম্পের ওই সমর্থন বেড়ে যাওয়ার বিষয়টি সাময়িক বলে ধরা হচ্ছে।

ক্লিনটনের প্রচারের সঙ্গে পেরে উঠতে হাঁসফাঁস করতে থাকা ট্রাম্প চলতি সপ্তাহে তাই আবার আগের স্থান থেকে পিছিয়েছেন। অরল্যান্ডো হামলার আগেও ট্রাম্পের চেয়ে প্রায় ১৩.৩ শতাংশ এগিয়ে ছিলেন হিলারি ক্লিনটন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন