News71.com
 International
 25 Jun 16, 06:20 PM
 483           
 0
 25 Jun 16, 06:20 PM

ভারত-রাশিয়ার সম্পর্ক জোরদারে মোদি-পুতিনের প্রতিজ্ঞা.....

ভারত-রাশিয়ার সম্পর্ক জোরদারে মোদি-পুতিনের প্রতিজ্ঞা.....

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্যে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন দেশ দুটির শীর্ষ নেতৃত্ব। গতকাল উজবেকিস্তানের তাসখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এসসিও'র শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক এক বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন।

উল্লেখ্য, ভারত এসসিও'র পূর্ণাঙ্গ সদস্যপদ হওয়ার লক্ষ্যে গতকাল মেমোরেনডাম অব অবলিগেশন্স স্বাক্ষর করেছে। সদস্যপদের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে দেশটিকে আরো প্রায় ৩০টির মতো কাগজপত্রে স্বাক্ষর করতে হবে। ভারতের এসসিও'র সদস্যপদ হওয়ার ঘটনাকে অভিনন্দন জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। শুধু ভারত নয়, পাকিস্তানও সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্যপদ পাচ্ছেন।

এ প্রসঙ্গে মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, 'এই দুই নেতা বেসামরিক পারমাণবিক জ্বালানি, গ্যাস এবং পেট্রোকেমিক্যালস সেক্টরে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। মহাকাশ গবেষণা বিষয়ে সহযোগিতা আরো জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। বাণিজ্য ও বিনিয়োগসম্পর্কিত বিষয়াদিও আলোচনায় স্থান পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন