News71.com
 International
 24 Jun 16, 01:04 PM
 502           
 0
 24 Jun 16, 01:04 PM

ইসলামি চিন্তাবিদ জাকির নায়েককে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা ।।

ইসলামি চিন্তাবিদ জাকির নায়েককে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জাকির নায়েককে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে সংবাদ মাধ্যমে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিবের বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, অগ্রহণযোগ্য আচরণের কারণে তার ওপর এ নিষেধাজ্ঞা ।

জাকির নায়েক, ৪৪ বছর বয়সী ১জন ইসলাম প্রচারক। যুক্তরাজ্যের লন্ডন ও শেফিল্ডে ইসলাম সম্পর্কে ধারাবাহিক বক্তৃতা দিয়ে আসছিলেন। এ ব্যাপারে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব তেরেসা মে বলেন, যুক্তরাজ্যে প্রবেশের ব্যাপারটি জাকির নায়েকের জন্য সুযোগ ছিল, অধিকার নয় ।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব যে কাউকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধ করতে পারে যদি তিনি সে ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন। মিস মে বলেন, জাকির নায়েকের অনেক মন্তব্য তার অগ্রহণযোগ্য বক্তব্যের প্রমাণস্বরূপ আমার কাছে রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন