আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ধর্মের আড়ালে ধর্মগুরুদের দুষ্কর্ম নতুন নয়। কয়েকদিন আগেই দেশটির উত্তরপ্রদেশের বারাবঁকিতে এক নারীর সঙ্গে ধর্মগুরু পরমানন্দের যৌন সংগমের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।
এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি নাম। লখনউয়ের ধর্মগুরু বাবা কানহাইয়ালাল। তাঁর কুকীর্তির কথা এবার প্রকাশ্যে এলো। এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল কানহাইয়ালালের বিরুদ্ধে। কানাইলালের কীর্তির ভিডিও সামনে আসার লখনউয়ের এসএসপি মঞ্জিল সাইনি কানহাইয়ালালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
যদিও এহেন কীর্তির পর পলাতক বাবা। জানা গেছে, নিজের বাবার মদের নেশা ছাড়াতে বাবা কানহাইয়ালালের কাছে যান যুবতি। যুবতিকে জালে ফাঁসিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন ওই ধর্মগুরু। বাবাজির হাত থেকে কোনওভাবে বেঁচে পুলিশের কাছে পৌঁছন তিনি। যদিও প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেন এসএসপি।
কিন্তু, অনড় তরুণী এক সমাজসেবীর সাহায্যে বাবার কাছে পৌঁছন। এবং ধর্মগুরুর কুকীর্তির কথা তাঁকে দিয়ে বলিয়ে ক্যামেরায় রেকর্ড করেন। এরপর প্রমাণ সমেত ফের এসএসপি-র কাছে পৌঁছন ওই তরুণী। একপ্রকার বাধ্য হয়েই বাবার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন মঞ্জিন সাইনি। তরুণী লখনউয়ের ত্রিবেণী নগরের বাসিন্দা।