আন্তর্জাতিক ডেস্ক: ব্রেন ক্যান্সারে ভুগছে ছেলে। অস্ত্রোপচারের জেরে মাথায় ক্ষতের দাগ স্পষ্ট। অদ্ভুত এই দাগটি ছোট্ট ছেলেকে বিব্রত করত। তাই ছেলের অস্ত্রোপচারের দাগের মতই একটি ট্যাটু বানালেন বাবা।
ঘটনাটি অ্যামেরিকার ক্যানসাসের। বাবা যশ মার্শাল। ক্যানসার আক্রান্ত ছেলের নাম অবশ্য জানা যায়নি। বাবা ও ছেলের মাথার ছবি অ্যামেরিকার বল্ডরিক ফাউন্ডেশনের সহযোগিতায় “বেস্ট বোল্ড ড্যাড” প্রতিযোগিতায় স্থান পায়। আসে পুরস্কারও।
মার্শাল জানিয়েছেন, আমি এবং আমার ছেলে বছরের সেরা বাছাই হয়েছি। এবং এটি আমার ছেলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।” ছবিটি ৫০০০ হাজার ভোট পেয়ে প্রথম হয়েছে। পাশাপাশি মার্শালকে বিশ্বের সেরা বোল্ড ড্যাডের খেতাব দিয়েছে সংস্থাটি।