News71.com
 International
 24 Jun 16, 11:18 AM
 506           
 0
 24 Jun 16, 11:18 AM

ভালোবাসার টানে মানুষ সব করতে পারে!

ভালোবাসার টানে মানুষ সব করতে পারে!

আন্তর্জাতিক ডেস্ক: ভালোবাসার টানে কত কী না করতে পারে মানুষ! দেশ পেরিয়ে অন্য দেশে আসতে পারে। নিতে পারে আরও কত ঝুঁকি। সিনেমা বা উপন্যাসের গল্প নয়। এই গল্প বাস্তবের।

নেপালের সাংসদ জগদীশ প্রসাদ লোহিনিকে বিয়ে করতে আইএস-এর মোটা বেতনের চাকরি ছাড়লেন তাঁর প্রেমিকা। বুধবার বিয়েটাও সেরে ফেললেন বিহারের ছাপড়া জেলার বাসিন্দা ইন্দ্রা দাস।

গত কয়েক বছর একে অপরকে ভালোবাসেন ইন্দ্রা দাস ও জগদীশ প্রসাদ লোহিনি। বিয়ে করতে গেলে কী কী প্রতিবন্ধকতা, তা বেশ ভালো করেই জানতেন তাঁরা। অবশেষে গত বুধবার সন্ধ্যায় দেওঘরের বাবা মন্দিরে তাঁরা সমস্ত নিয়ম মেনে বিয়ে সেরে ফেললেন।

উপস্থিত ছিলেন তাঁদের আত্মীয় ও পরিজনরাও। জগদীশ প্রসাদ নেপালের সাংসদ। সম্প্রতি নেপালের রাষ্ট্রপতি তাঁকে ইন্দো-নেপাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন