আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কথা। অটোম্যান শাসনামলে সেখানকার শরীয়াহ আদালতগুলো ধনী মুসলিমদের প্রতি পক্ষপাতদুষ্ট ছিল। অটোম্যান সাম্রাজ্য পতনের পেছনে এটি একটি বড় কারণ ছিল। আমেরিকান অর্থনীতিবিদের বড় পরিসরের এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। তিনি প্রায় ২০০ বছরের ইতিহাস নিয়ে ব্যাপক গবেষণা করেন।
গবেষক ১৬০২-১৭৯৯ সাল পর্যন্ত সময় বেছে নেন। সে সময় বিচারকরা ধনীদের সম্পদ বাঁচানোর পক্ষে কাজ করতেন। এ বিষয়টি সাম্রাজ্য পতনের পেছনে অর্থপূর্ণ ভূমিকা রেখেছে।
বিভিন্ন বিরোধপূর্ণ সমস্যার সমাধানে অটোম্যানের এলিটদের আদালতের ওপর নির্ভর করতে হতো। ঋণ গ্রহণের ক্ষেত্রে তাদের নারীদের চেয়ে বেশি সুদ প্রদান করতে হতো। নারী, অমুসলিম এবং দরিদ্রদের আইনানুগ শাস্তি ভোগ করতে হতো।
প্রফেসর টিমুস কুরান 'ইকোনমিক জার্নাল'-এ প্রকাশিত তার গবেষণাপত্রে জানান, ইউরোপে শিল্প বিপ্লবের পর পর বিনিয়োগে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আধুনিককালে এ ধরনের আইনের প্রয়োগ দেখা যায় পশ্চিমা বিশ্বে। তবে সমাজের একটা বিশেষ শ্রেণির ক্ষেত্রেই তা দেখা যায়। যদিও আইন ঋণদাতাদের হাত থেকে দরিদ্রদের রক্ষা করে, তবুও তাদের জোরপূর্বক উচ্চ সুদে ঋণ পরিশোধে বাধ্য করা হয়। কিন্তু ধনীরা অতি কম সুদ প্রদান করেন।
ডিউক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কুরান জানান, অটোম্যান সাম্রাজ্যের শরীয়াহ আদালতগুলো ধনীদের সহায়তা করতো। ফলে আদালতগুলো মানুষের কাছে বিশ্বস্ততা হারাতে থাকে এবং ধনী ঋণ গ্রহিতাদের পেছনে খরচ বাড়তে থাকে। ফলে সমাজের বিশেস এক শ্রেণি আদালতের প্রচ্ছন্ন মদদ পেতে থাকে। ফলে এই দলের মানুষগুলো সহজেই শর্ত ভঙ্গ করতেন।
শিল্প বিপ্লবের সময় একের পর এক শিল্প-কারখানা গড়ে ওঠে। তখন এগুলো স্থাপনে ধনীদের ব্যাপক হারে ঋণ দিতে দেখা গেছে। ১৬ শো শতকে অটোম্যান সাম্রাজ্যের স্বর্ণযুগ। তখন ভিয়েনা পর্যন্ত চলে গেছে তাদের সেনাবাহিনী। তবে তারা শিল্পোন্নত হতে পারেনি। ১৯ শো শতকদের দিকে তাদের 'ইউরোপের অসুস্থ মানুষ' বলে অভিহিত করা হতো।
এ বিষয়গুলো সে সময়ের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। ব্যাপক উৎপাদনে যেতে আগের চেয়ে বেশি বিনিয়োগের প্রয়োজন। ফলে উচ্চ বিনিয়োগের জন্যে বেশি খরচেরও প্রয়োজন হয়।
সে সময় মধ্যপ্রাচ্যজুড়ে শরীয়াহ আদালতের বেশ প্রভাব ছিল। অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের বিচারব্যবস্থা অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলে। ঋণ পরিশোধে অক্ষমতা সংক্রান্ত আইন দরিদ্রদের ওপর প্রয়োগ হতো। অথচ এর মাধ্যমে তাদের রক্ষা করার কথা ছিল।