নিউজ ডেস্ক: দেহ ব্যবসার পরে এবার মাদক পাচার- গ্ল্যামার দুনিয়ার সঙ্গে অপরাধ জগতের যোগাযোগের কথা বার বার সামনে এসে পড়ছে সাম্প্রতিক কিছু ঘটনায়। বেঙ্গালুরুর প্রথম সারির মডেল দর্শিতমিতা গৌড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ মাদক পাচার চক্রে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত নভেম্বরে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো হানা দেয় বেঙ্গালুরুর আর টি নগর এলাকায়। ওই এলাকার বহুতলের একটি ফ্ল্যাটে প্রেমিক নিশান্তের সঙ্গে লিভ ইন করতেন দর্শিতমিতা। ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ১১০ কেজি কোকেনসহ অন্যান্য মাদক আটক করেন নার্কোটিক্স দফতরের গোয়েন্দারা। এর পরই পুলিশ গ্রেপ্তার করে নিশান্তকে। তাঁকে জেরা করে দর্শিতমিতার বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করে পুলিশ।
তদন্তে জানা যায়, মূলত কলেজ পড়ুয়া এবং বিভিন্ন পেশার লোকের কাছে মাদক পৌঁছে দিতেন তিনি। দর্শিতমিতার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ জোগাড় করে গত মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।
জেরায় নানা অসঙ্গতি ধরা পড়ে তাঁর কথায়। এর পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। দর্শিতমিতাকে আদালত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তাঁকে নিয়ে এখনো পর্যন্ত এই মাদক পাচার চক্রের মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল।