আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরাঞ্চলের জিয়াংসু প্রদেশে শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় এবং ভারীবর্ষণে রাস্তাঘাট প্লাবিত হয়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে। অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পড়েছে ।