News71.com
 International
 23 Jun 16, 06:40 PM
 565           
 0
 23 Jun 16, 06:40 PM

ইংল্যান্ডের পর এবার ইইউ ইস্যুতে তুরস্কও গণভোটের আয়োজন করব।। রিসেপ তাইপ এরদোগান

ইংল্যান্ডের পর এবার ইইউ ইস্যুতে তুরস্কও গণভোটের আয়োজন করব।। রিসেপ তাইপ এরদোগান

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিন ধরেই তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চেষ্টা করছে। কিন্তু ইইউতে যোগদান প্রচেষ্টার চলমান ওই প্রক্রিয়া অব্যাহত রাখা হবে কিনা সে বিষয়ে এবার গণভোটের আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।

এরদোগান বলেন, ইইউতে থাকা না থাকার বিষয়ে ব্রিটেন যেমন করে গণভোটের আয়োজন করেছে আমরাও ঠিক তেমন করেই ইইউতে আমাদের যোগদান প্রচেষ্টা অব্যাহত রাখা উচিৎ কিনা সে বিষয়ে গণভোটের আয়োজন করব।

এরদোগান বুধবার এই কথা বলেছেন বলে জানিয়েছে, দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদুলু নিউজ এজেন্সি। এরদোগান বলেন, “আমরাও জনগনকে জিজ্ঞেস করব “ইইউর সঙ্গে এতে যোগদানের ব্যাপারে চলমান আলোচনা কি আমরা অব্যাহত রাখব নাকি তা থামিয়ে দিব?” জনগন যদি বলে যে, “অব্যাহত রাখুন” তাহলে আমরা আরো সামনে এগোবো।

এসময় এরদোগান ইইউর বিরুদ্ধে অভিযোগ করেন যে, একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণেই সংগঠনটি তুরস্ককে এর সদস্য হিসেবে গ্রহণ করে নিতে গড়িমসি করছে। এরদোগান বলেন, ১৯৬৩ সালেই তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। অথচ ৫৩ বছর পরেও সেই আশ্বাস পুরণ করা হয়নি।

১৯৬৩ সালেই এ ব্যাপারে আঙ্কারা ও তুরস্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর ১৯৮৭ সালের আবেদনের প্রেক্ষিতে ২০০৫ সালে তুরস্কের ইইউতে যোগদান সম্পর্কিত আলোচনা শুরু হয়। কিন্তু নানা বাধা-বিপত্তির কারণে তুরস্কের এখনো ইইউর সদস্য হওয়া হয়ে ওঠেনি।

প্রসঙ্গত, ব্রিটেনে বৃহস্পতিবারের চলমান গণভোটে তুরস্কের ইইউতে যোগদানের বিষয়টি উত্থাপন প্রশ্নে আঙ্কারাকে কড়া জবাব দিয়েছিল লন্ডন। লন্ডন থেকে বলা হয়েছিল, মধ্যম মেয়াদেও তুরস্কের ইইউতে যোগদানের কোনো সম্ভাবনা নেই।

বৃহস্পতিবারের গণভোটের আগের প্রচারণার সময় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, এমনকি ৩০০০ সালেও তুরস্কের ইইউতে যোগদানের ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন