আন্তর্জাতিক ডেস্কঃ এলজিবিটি প্লাস (সমকামী, উভকামী, তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের অধিকাংশ মানুষ মনে করে যৌন পরিচয় প্রকাশের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে হয় তাদের। প্রাইড ইন লন্ডন নামে একটি দাতব্য সংগঠন এক হাজারের বেশি এলজিবিটি প্লাস মানুষের মধ্যে জরিপ চালিয়ে দেখেছে বেশির ভাগ মানুষ তাদের যৌন পরিচয় গোপন করে।
এই জরিপের ৭৪ শতাংশ মানুষ বলেছে তারা তাদের যৌন প্রবৃত্তি বা পরিচয় গোপন করা দরকার বলে মনে করে। প্রাইড ইন লন্ডন বলছে জরিপের এই ফলাফল লক্ষণীয়। ৪১ শতাংশ সমকামী পুরুষ বলেছেন প্রকাশ্যে তার সঙ্গীর হাত ধরার ক্ষেত্রে দুইবার চিন্তা করেন তারা।
প্রাইড ইন লন্ডন নামে দাতব্য সংগঠন লন্ডনের বার্ষিক সমকামী প্যারেডের আয়োজন করে থাকে। বিশেষ করে এলজিবিটি প্লাস সম্প্রদায়ের একটা বড় অংশ মনে করে তাদের প্রতি অন্যদের ব্যবহারে তারা হুমকির মুখে থাকেন। তাদের যৌন পরিচয়ের জন্য কর্মক্ষেত্রে হয়রানির শিকার হন- এমন তথ্য উঠে এসেছে জরিপে।