News71.com
 International
 23 Jun 16, 05:58 PM
 529           
 0
 23 Jun 16, 05:58 PM

কলকাতার শপিংমলে লেডিস ট্রায়ালরুমের দেওয়ালে ছিদ্র!

কলকাতার শপিংমলে লেডিস ট্রায়ালরুমের দেওয়ালে ছিদ্র!

আন্তর্জাতিক ডেস্কঃ লেডিস ট্রায়ালরুমের দেওয়ালে ছিদ্র! আর সেই ছিদ্রতে বসানো মোবাইল ক্যামেরার লেন্স। ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার এক নামী শপিংমলে।

খবর পেয়ে এলাকায় আসে সার্ভে পার্ক থানার পুলিশ। কিন্তু, অভিযুক্ত তাঁর মোবাইল ফেলে ততক্ষণে চম্পট দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেই ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সে ওই শপিংমলেরই অস্থায়ী কর্মী। সোনারপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী বন্ধুদের সঙ্গে এসেছিলেন হাইল্যান্ড পার্কের এক নামী শপিংমলে।

পোশাক কেনার পরে ট্রায়াল দিতে যান। তরুনীর অভিযোগ, সেই মলের ট্রায়ালরুমে লাগানো ছিল ক্যামেরা। চোখে পড়তেই চিৎকার করে ওঠেন তিনি। তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে মোবাইল ফেলে পালায় ওই অভিযুক্ত ব্যক্তি। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়। ব্যাপক উত্তেজনা ছড়়ায় শপিংমল চত্বরে।

পুলিশ এসে মোবাইলটি বাজেয়াপ্ত করে। তবে সম্পূর্ণ ঘটনায় সংস্থার গাফিলতিকেও দায়ি করা হচ্ছে। মহিলাদের ট্রায়ালরুমে এতদিন ধরে ফুটো ছিল, তা কীভাবে সংস্থার চোখ এড়িয়ে গেল ! উঠছে সেই প্রশ্নও। সার্ভে পার্ক থানার পুলিশও এই বিষয়টি খতিয়ে দেখছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন