News71.com
 International
 23 Jun 16, 05:47 PM
 603           
 0
 23 Jun 16, 05:47 PM

মোবাইল চোরকে দুহাতে জাপটে বাস থেকে নামাল তরুনী

মোবাইল চোরকে দুহাতে জাপটে বাস থেকে নামাল তরুনী

আন্তর্জাতিক ডেস্কঃ চোর পালালে বুদ্ধি বাড়ে! প্রবাদটা তো সবার জানা। কিন্তু না, এবারে প্রবাদটাকে ভুল প্রমাণ করে ছাড়লেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

কেবল চিৎকার-চেঁচামেচি নয়, মোবাইল হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে চোরের কাছ থেকে মোবাইল উদ্ধারও করলেন তিনি। শুধু তাই নয়, ২ জনের মধ্যে এক চোরকে পুলিশের হাতে তুলে দিলেন। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লির কোহত মেট্রো স্টেশনের কাছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পিতমপুরা যাচ্ছিলেন বিএ সেকেন্ড ইয়ারের ছাত্রী রাখি। বাইকে চেপে দুই মোবাইল চোর তাঁর পিছু ধাওয়া করে। কাছে আসতেই মোবাইলটি ছিনিয়ে নেন তারা। সঙ্গে সঙ্গে বাইকের পিছনে বসে থাকা চোরকে দুহাতে জাপটে ধরেন তিনি।

শুরু করেন চিৎকারও। ততক্ষণে চোর বাবাজি বাইক থেকে পড়ে গেছে। তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তবে পালাতে সক্ষম হয় বাইকচালক। রাখির সাহসিকতায় উচ্ছ্বসিত পুলিশও। তাঁকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বিজয় সিং। ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অপরজনের সন্ধান পাওয়া যাবে বলেই মনে করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন