আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোহামম্দ বিন জায়েদ সিটিতে আজ বৃহস্পতিবার ভোররাতে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আবদুল মহসিন (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
তিনি সিলেট বিশ্বনাথ থানার নোয়াপাড়া গ্রামের আবদুল কায়ুমের ছেলে। মোহাম্মদ আবদুল মহসিন গত চার বছর ধরে আমিরাতের সুরুর আল শাওমিক বিল্ডিং কনস্ট্রাকশন নামক কম্পানিতে পাইপ ফিটার হিসেবে কাজ করতেন।
আমিরাতের বিভিন্ন জায়গায় এ কম্পানির কাজ থাকায় তিনিসহ পাঁচ বাংলাদেশি আবুধাবির মোহামম্দ বিন জায়েদ সিটির একটি কর্মস্থলে কাজ করছিলেন। পবিত্র রমজান মাস উপলক্ষে তাদের দায়িত্ব রাত সাড়ে ৮টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ছিল।
পুলিশ কর্মস্থলের দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাত আড়াইটায় আবুধাবির শেখ খলিফা হসপিটাল মর্গে রাখে।