আন্তর্জাতিক ডেস্কঃ ফুটবল আর অনিশ্চয়তা ভিয়েতনামে হাতে হাত রেখে চলে! ইউরো ২০১৬ এসেছে। সেই সাথে ফিরেছে ফুটবল বেটিং বা জুয়া। মেতে উঠেছে কতো শত মানুষ। জুয়ায় আসক্ত দেশটির অনেকে এই চমৎকার খেলাটির কারণে আগে ঘর-বাড়ি হারিয়েছে। তারাও নতুন উৎসাহে নেমে পড়েছে জুয়ায়! একেকটি বড় ফুটবল টুর্নামেন্ট আসে, ভিয়েতনামের জুয়ার বাজারে সাড়া পড়ে যায়।
টুর্নামেন্ট শেষ হলে বড় বড় হার-জিত, দুর্ঘটনা, আত্মহত্যার খবর আসতে থাকে। দেশটিতে এই জুয়া নিষিদ্ধ। কিন্তু কে শোনে কার কথা! হ্যানয়ের ছোট্ট একটি ক্যাফেতে বসে ৫৮ বছরের নেগুয়েন জানালেন, "ফুটবল জুয়ায় আমি অন্তত ৫ লাখ ডলার হেরেছি।" ২০১২ ইউরোর সময় জুয়ায় দুটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট হারিয়ে এই ভদ্রলোক নিঃস্ব হয়েছেন।
বলছিলেন, "ফুটবলকে আমার বউ ঘেন্না করে। কারণ, এটা আমাদের জীবন শেষ করে দিয়েছে।" এখন একটি ছোট্ট ক্যাফেতে থালা-বাসন ধোয়ার কাজ করেন নেগুয়েন। তার স্ত্রী এই ক্যাফেতে এরকমই এক কাজ করেন। দুজন মিলে দিনে ১০ ডলারের মতো আয় করেন। নিদারুণ কষ্টে দুই সন্তান নিয়ে তাদের দিন কাটে। কিন্তু ইউরো আসতেই সব ভুলে আবার ভাগ্য পরখ করতে নেমে গেছেন নেগুয়েন। লোভ তাকে টেনে নিয়ে গেছে জুয়ায়।
২০ ডলারের একটি জুয়ায় দ্বিগুণ ফেরতও পেয়েছেন। লোভ বেড়েছে আরো। বিশ্বকাপ, ইউরোর মতো আসরে এভাবে জুয়ার পেছনে ছোটে ফিলিপাইনের মানুষ। অবৈধ ব্যবসার সিন্ডিকেট বেড়ে ওঠে।
পুলিশ সম্প্রতি একটি গ্যাংকে গ্রেপ্তার করেছে। গত ১২ মাসে এই জুয়ার দল নাকি ৩৪০ মিলিয়ন ডলারের জুয়া পরিচালনা করেছে। ২০১৬ ইউরো কেবল নক আউট পর্বে গেল। ফিলিপাইনে জুয়াও তাই কেবল শুরু হলো বলা যায়!