News71.com
 International
 23 Jun 16, 12:56 PM
 497           
 0
 23 Jun 16, 12:56 PM

নাইজেরিয়ায় বোকো হারামের কারণে খাদ্যাভাবে মৃত্যু হার বাড়ছে : এমএসএফ

নাইজেরিয়ায় বোকো হারামের কারণে খাদ্যাভাবে মৃত্যু হার বাড়ছে : এমএসএফ

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়া ভিত্তিক জঙ্গীগোষ্ঠী বোকো হারামের কাছ থেকে পালিয়া আসার পথে ২০০ জন শরণার্থী মারা গেছে গত কয়েক মাসে। মেডিসিন সান ফরেনতাইরেস (এসএসএফ) নামক মেডিকেল সেবাদানকারী প্রতিষ্ঠান এ দাবি করে।

২৪ হাজার শরণার্থী আশ্রয় নেয়া একটি ক্যাম্পে মানবিক বিপর্যয় দেখে তারা এ কথা বলেন। সেখানে অধিকাংশ আশ্রয় নেয়া মানুষ আতঙ্কের মধ্যে আছে। এছাড়া প্রতি ৫ জন শিশুর মধ্যে একজন শিশু পুষ্টিহীনতায় ভুগছে। ইসলামপন্থী এই জঙ্গী গোষ্ঠীর কারণেই গত ৭ বছরে ২০ হাজার মানুষ মারা গেছে। আর ২০ লাখ মানুষ তাদের আবাসস্থল হারিয়েছে।

বোকো হারামের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী বড় হামলা চালানোর পরও জঙ্গী সংগঠনটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বাড়ি-ঘর ধ্বংস করছে।বামা অঞ্চল থেকে পালিয়ে আসা মানুষেরা বলেছেন, প্রতিদিন সেখানে নতুন নতুন কবর পাওয়া যাচ্ছে। সেখানে প্রতিদিন ৩০ জন মানুষ ক্ষুধা অথবা অসুস্থতার কারণে মারা যাচ্ছে।

সেখানে যাওয়াটা নিরাপদ না হলেও মঙ্গলবার এমএসএফ -এর একটি দল বামায় গিয়েছিল। বোরনো রাজ্যের মাইদুগুরি শহর থেকে সেনাবাহিনীর সহায়তায় দলটি সেখানে পৌঁছায়। নাইজেরিয়ায় থাকা এমএসএফ -এর প্রধান ঘিদা হাতিম বলেন, এবারই প্রথম বামায় এমএসএফ দল পৌছাতে সক্ষম হল। কিন্তু সেখানের মানুষের জন্য আসলে যা প্রয়োজন, তা দেয়াটা বেশ জটিল। মাইদুগুরি শহরে আমাদের মেডিকেল ক্যাম্পে আসা রোগীদের চোখে মুখে আমরা আতঙ্কের ছাপ দেখেছি। তারা অসংখ্য ভয়ঙ্কর ঘটনার সাক্ষী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন