News71.com
 International
 23 Jun 16, 12:48 PM
 566           
 0
 23 Jun 16, 12:48 PM

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন।।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন।।

নিউজ ডেস্কঃ ব্যাসায়ীক লেনদেনকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার জোবার্গে বেলাল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে অপর বাংলাদেশি মো. রুবেল। দু'জনেরই গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। গত মঙ্গলবার রাত ১১টায় জোবার্গে এই ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেনের সিলেটের বন্ধু নোমানের মাধ্যমে গত বুধবার রাত পৌনে ১২টায় এ খবর পায় তার পরিবার।

এদিকে, নিহত বেলালের পিতা আবুল কাশেম ও মাতা হনুফা বেগম এই খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পিতা আবুল কাশেম জানান, বেলাল এবং ঘাতক রুবেল এক সাথে জোবার্গে ব্যবসা করত। গত এক বছর আগে বেলালকে একটি দোকান কিনে দেওয়ার কথা বলে ৪২ হাজার রিঙ্গিত নেয় রুবেল। এখন পর্যন্ত দোকান ঘর কিনে না দেওয়ায় বেলালের সাথে রুবেলের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত মঙ্গলবার রাতে বেলাকে গুলি করে হত্যা করে রুবেল।

সোনাইমুড়ি থানার ওসি হানিফুল ইসলাম জানান, এখন পর্যন্ত আমাদের নিকট এই জাতীয় কোন খবর আসেনি। আসলে আমরা ব্যবস্থা নিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন