News71.com
 International
 22 Jun 16, 10:05 AM
 598           
 0
 22 Jun 16, 10:05 AM

উভচর গাড়ী লিমুজিন টেন্ডর ৩৩ এখন বাজারে

উভচর গাড়ী লিমুজিন টেন্ডর ৩৩ এখন বাজারে

আন্তর্জাতিক ডেস্কঃ পানিতে নেমে গেলেই লিমুজিন টেন্ডর ৩৩ হয়ে যায় বিলাস ব্যহুল ইয়ট। লিমোজিন টেন্ডর ৩৩। এই গাড়িটার নাম শুনেছেন? দেখেছেন কখনও? ভাবছেন কত গাড়িই তো রয়েছে বিশ্বে। তবে কেন এই গাড়িটার কথাই বলছি? তার কারণ এটাই পৃথিবীর একমাত্র যান যা জলেও চলে, স্থলেও চলে। দেখে নিন লিমোজিন টেন্ডর ৩৩। * বিশ্বের প্রথম উভচর গাড়ি লিমোজিন টেন্ডর ৩৩ । * পেছন থেকে দেখতে এ রকমই। দরজা খুলে অনায়াসে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন ডেক-এর মতো এই অংশে । * ঠিক এই ভাবেই রুফ উঠে গিয়ে নেমে আসে সিঁড়ি। এই সিঁড়িই আপনাকে পৌঁছে দেবে গাড়ির সুসজ্জিত অন্দরে । * পানিতে নেমে গেলেই লিমুজিন টেন্ডর ৩৩ হয়ে যায় বিলাস ব্যহুল ইয়ট । * উভচর লিমুজিন টেন্ডর ৩৩-এর অন্দরসজ্জা এমনই । * ২০১৩ সালে প্রথম লিমোজিন টেন্ডর ৩৩ বাজারে আনে ন্যুভয়েজ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন