News71.com
 International
 22 Jun 16, 10:02 AM
 433           
 0
 22 Jun 16, 10:02 AM

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ঋণশোধে কিশোরী কন্যাকে উপহার !!

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ঋণশোধে কিশোরী কন্যাকে উপহার !!

আন্তর্জাতিক ডেস্ক:এক বাড়িতে ১২টি মেয়ে। কেউ স্কুলে যায় না। বাড়ির বাইরেও পা রাখে না। যেটুকু সময় ঘরের বাইরে আসে, ভয়ে সিঁটিয়ে থাকে। অনেকদিন ধরে ওদের অদ্ভুত রকমসকম লক্ষ্য করতে করতে জেন বিৎজ শেষে প্রতিবেশী লি কেপলানের বাড়ির কথাটা স্থানীয় পুলিশকে জানিয়েই ফেলেন।

পুলিশ এসে দেখল পেনসিলভানিয়ার ওই বাড়িতে বন্দি রাখা হয়েছে ১২টি মেয়েকে। প্রমাণ পেল আরও ভয়ানক যৌন অত্যাচারের। আটক মেয়েদের বয়স ৬ ‌মাস থেকে ১৮ বছর। তার মধ্যে ১৮ বছরের মেয়েটির সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক রেখেছিল ৫১ বছরের কেপলান। সেই সম্পর্ক থেকে তাদের দু‌টি কন্যাসন্তানও আছে, যার একজনের বয়স ৬ ‌মাস। পুলিশের সন্দেহ, বাকিদের সঙ্গেও কেপলান একই ব্যবহার করত। যৌন-নির্যাতনের দায়ে কেপলানকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ওই মেয়েদের বাবা-‌মাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জানা গেছে, মেয়েটির বাবা-মাকে কয়েক বছর আগে আর্থিকভাবে সাহায্য করেছিল কেপলান। এরপরেই ‘‌উপহার’‌ হিসেবে মেয়েটিকে কেপলানের হাতে তুলে দেওয়া হয়!‌

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন