আন্তর্জাতিক ডেস্ক: যোগ দিবসে সামিল হয়ে বিশ্বরেকর্ড গড়লেন প্রায় ২০০০ গর্ভবতী মহিলা। মঙ্গলবার গুজরাতের প্রায় ৪০,০০০ জায়গায় পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। উপস্থিত ছিলেন প্রায় ১.২৫ কোটি মানুষ। কিন্তু অনন্য নজির সৃষ্টি করে রাজকোটে আয়োজিত একটি অনুষ্ঠান। প্রায় ২০০০ গর্ভবতী মহিলা এক সঙ্গে যোগব্যায়াম প্রদর্শন করেন সেখানে।
জিএমডিসি প্রাঙ্গনে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে সকালেই উপস্থিত হন মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল। তিনি নিজে অংশগ্রহণকারীদের সঙ্গে ৪০ মিনিট আসন অভ্যাস করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন গর্ভনর ও পি কোহলি। অনুষ্ঠানে বহু ধর্মীয় ও আধ্যাত্মিক নেতাদেরও সমাবেশ হয়েছিল। বিশিষ্ট ব্যক্তিবর্গদের সঙ্গে যোগব্যায়াম করেন গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি কেএস জাভেরি।
প্রায় ৮০০০ শিশু সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মানববন্ধন তৈরি করে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নিকোল এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন ।