আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরের কাছে বেইত উর গ্রামে মঙ্গলবার ভোরে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত ও অপর দু’জন মারাত্মকভাবে আহত হয়েছে। ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা একথা বলেন।তারা নিহত ব্যক্তির নাম মাহমুদ বাদরান বলে জানান।
এদিকে ইসরাইলি কর্মকর্তারা জানান, কাছের একটি ইসরাইলি মহাসড়কে এ তিন ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করতে থাকায় সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন নিহত ও দু’জন আহত হয়। ইসরাইলি সংবাদ মাধ্যমে বলা হয়, ফিলিস্তিনী নাগরিকদের পাথর নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকটি গাড়ির ক্ষতি হয় এবং দুই চালক সামান্য আহত হয়।